ঐতিহ্যবাহী ছোট যমুনা নদীর তীরে কালেরস্বাক্ষী বহনকারী পার্বতীপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো মোমিনপুর ইউনিয়নটি অবস্খিত । কাল পরিক্রমায় আজ মোমিনপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ৬নং মোমিনপুর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১৯.৮০ (বর্গ কিঃ মিঃ)
আবাদী জমির পরিমান- ৭৮৪৪.১৬ হেক্টর
গ) লোকসংখ্যা – ৩২৫০০ জন (প্রায়)
ঘ) গ্রামের সংখ্যা – ২৩ টি।
ঙ) মৌজার সংখ্যা – ২২ টি।
চ) হাট/বাজার সংখ্যা -২ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – ভ্রান, রিক্সা, বাস, ট্রেন। কাচা রাস্তা ৩০ কি মি, পাকা রাস্তা- ১৪ কি মি , এবং রেল পথ- ৩ কিমি
জ) শিক্ষার হার – ৭৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ২৩টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৬টি,
মাদ্রাসা- ৫টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ নজরুল ইসলাম সরকার
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ছোট যমুনা নদীর উপর ব্রীজ, মন্মথপুর রেল ষ্টেশন
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ২০২১ সাল
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ –
২) প্রথম সভার তারিখ –
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ –
ঢ) গ্রাম সমূহের নাম –
হয়বতপুর, চকদলেল, চকজয়দেবপুর, চৈতপুকুরিয়া, নিজ চতুর, দূর্গাপুর, গোবিন্দপুর, চন্দ্রপুর, ইন্দ্রপুর, পশ্চিম হোসেনপুর, উত্তর বাসুদেবপুর, সৈয়দপুর, মোমিনপুর, শুকদেবপুর, তেরআনিয়া, দোয়ানিয়া, শালবাড়ী, জুড়াই, জয়পুর, দোবলগাছি, মধূপুর, লালবিলাশ,
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – দফাদার- ০১ জন এবং মহল্লাদার- ৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস