Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

৬নং মোমিনপুর ইউনিয়ন তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম, পরিষদের সাথে জরুরী যোগাযোগের জন্য- জনাব মোঃ নজরুল ইসলাম সরকার, চেয়ারম্যান-০১৭১২২২৫৪৪১, জনাব এ কে এম মমিনুল ইসলাম, সচিব- ০১৭১৮৯০২৮৮০


এক নজরে

ঐতিহ্যবাহী ছোট যমুনা নদীর তীরে কালেরস্বাক্ষী বহনকারী যশাই হাটের উপরে পার্বতীপুর উপজেলার একটিঐতিহ্যবাহী অঞ্চল হলো মোমিনপুর ইউনিয়নটি অবস্খিত ।কাল পরিক্রমায় আজ মোমিনপুর ইউনিয়নশিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তারনিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম – ৬নং মোমিনপুর ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ১৯.৮০ (বর্গ কিঃ মিঃ)

আবাদী জমির পরিমান- ৭৮৪৪.১৬ হেক্টর

গ) লোকসংখ্যা – ৩০০০০ জন (প্রায়)

ঘ) গ্রামের সংখ্যা – ২৩ টি।

ঙ) মৌজার সংখ্যা – ৫ টি।

চ) হাট/বাজার সংখ্যা -২ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – ভ্রান, রিক্সা, বাস, ট্রেন। কাচা রাস্তা ৩০ কি মি, পাকা রাস্তা- ১৪ কি মি , এবং রেল পথ- ৩ কিমি

জ) শিক্ষার হার – ৭৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ১৫টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ৬টি,

    মাদ্রাসা- ৫টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ আব্দুল ওহাব মন্ডল

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল –

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ –

                                    ২) প্রথম সভার তারিখ –

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ –

ঢ) গ্রাম সমূহের নাম –

হয়বতপুর, চকদলেল, চকজয়দেবপুর, চৈতপুকুর, দূর্গাপুর, গোবিন্দপুর, চন্দ্রপুর, ইন্দ্রপুর, উত্তর বাসুদেবপুর,  সৈয়দপুর, মোমিনপুর, শুকদেবপুর, তেরআনিয়া, দোয়ানিয়া, শালবাড়ী, জুড়াই, জয়পুর, দোবলগাছি, মধূপুর, লালবিলাশ,

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ –  দফাদার- ০১ জন এবং মহল্লাদার- ৯ জন।