৬নং মোমিনপুর ইউনিয়ন পরিষদ
উপজেলা- পার্বতীপুর, জেলা- দিনাজপুর।
এ, ডি, পি পঞ্চবার্ষিক এর প্রকল্প গুলি নিম্নরুপ অর্থবছর অনুযায়ী প্রদত্ত হইল।
২০১২-২০১৩ অর্থবছর
১। হয়বতপুর দালালী পাড়া চৌধুরী পাড়া সংলগ্ন কালভার্ট।
২। হয়বতপুর মন্ডলপাড়া আমজাদেও বাড়ীর সামনে ড্রেন।
৩। দূর্গাপুর মাছুয়াপাড়া হইতে মসজিদ পর্যন্ত ড্রেন।
৪। গোবিন্দপুর শাহাজানের বাড়ি হইতে স্কুল আসতে মধ্যখানে কালভার্ট।
৫। ইউনিয়নের বিভিন্ন স্থানে খেলনা সামগ্রী বিতরণ।
৬। গোবিন্দপুর আমিনুল চেয়ারম্যানের বাড়ীর দক্ষিণ দিকে রাস্তায় কালভার্ট।
৭। হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর ঘেরা।
৮। হোসেনপুর কবরস্থান ঘেরা।
৯। চন্দ্রপুর কমিউনিটি ক্লিনিক মাঠ ভরাট।
১০। শুকদেবপুর গোলাব উদ্দীনের বাড়ী হইতে মাদ্রাসা পর্যন্ত রাস্তায় কালভার্ট।
১১। শুকদেবপুর ময়নদ্দীনের বাড়ী হইতে রিয়াজুল মোল্লার বাড়ীর পার্শ্বে ড্রেন।
১২। শুকদেবপুর গফুর মন্ডলের পুকুরের পাড়ে রাস্তায় গাইড ওয়াল।
১৩। আসলাম এর পুকুরে রাস্তায় গাইড ওয়াল।
১৪। উত্তর পাড়া মিজানুর মাষ্টারের বাড়ী হইতে ছাদিকুলের বাড়ী পর্যন্ত ড্রেন।
১৫। মমতাজ আলীর পুকুর হইতে ডাঃ এসমাইল এর বাড়ীর মাঝখানে কালভার্ট।
১৬। শুকদেবপুর গেনেশবাবুর বাড়ী পূর্বপাশে রাস্তায় কালভার্ট।
১৭। দোয়ানিয়া কবিরাজ পাড়ার আফজালের বাড়ীর পূর্বে রাস্তায় বক্স কালভার্ট নির্মাণ।
১৮। খলিফা পাড়ার সবুজের বাড়ী হইতে সেরাজুলের বাড়ী পর্যন্ত ড্রেন।
১৯। দোয়ানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর দিকে কালভার্ট নির্মাণ।
২০। শালবাড়ী পুরাতন মসজিদের উত্তর পার্শ্বে গাইড ওয়াল।
২১। তেরআনিয়া বাকালী পাড়ার পূর্বপাশে মেইন রাস্তায় গাইড ওয়াল।
২২। তেরআনিয়া ঠাকুর পাড়ায় মকছেদুলের বাড়ী হইতে রফিকুলের বাড়ী পর্যন্ত ড্রেন।
২৩। জয়পুর আবুল মনছুর, আজগার ও ফরিজ উদ্দীন এর পুকুর পাড় গাইড ওয়াল।
২৪। জুড়াই পূর্বপাড়া মসজিদের সামনে পুকুর পাড়েগাইড ওয়াল।
২৫। দোবলগাছী সাবেদুল মন্ডলের বাড়ী হইতে পাকা রাস্তা পর্যন্ত ড্রেন।
২৬। মন্মথপুর কো- অপারেটিভ স্কুল এর ঘর সংস্কার।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS